লন্ডনে সংবাদ সম্মেলন করে নিজের প্রার্থীতা ঘোষণা দিলেন আলহাজ্ব সেলিম উদ্দিন
পোস্ট ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসনের প্রার্থীতা প্রসঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনের মতবিনিময় সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে লন্ডন বাংলা প্রেসক্লাব অফিসে এই সভার আয়োজন করা হয়।
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব সেলিম উদ্দিন বলেন, দীর্ঘদিন পর আপনাদের সাথে এবং উপস্থিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ও যুক্তরাজ্যে বসবাসরত কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মিলিত হতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।
সাবেক এই আইন প্রণয়েতা প্রবাসীদের উদ্দেশ্যে তাঁর অবদান তুলে ধরে বলেন, দশম জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে আমি আমার নির্বাচনী এলাকা জকিগঞ্জ-কানাইঘাট সহ প্রবাসী বাংলাদেশীদের স্বার্থে দাবি আদায়ে সংসদ অধিবেশনে অনেক প্রস্তাব উত্থাপন করেছি। সর্বপ্রথম মহান জাতীয় সংসদে বারবার বাংলাদেশী পাসপোর্ট ৫ বছর থেকে ১০ বছর মেয়াদ উত্তীর্ণ করার প্রস্তাব উত্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর হয়। দীর্ঘদিন পর প্রবাসীদের দীর্ঘদিনের দাবি বাংলাদেশী পাসপোর্টের মেয়াদ ৫ বছরের পরিবর্তে ১০ বছরে উন্নীত হয়। যার সফল ভোগ করছেন দেশ ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশী নাগরিক।
সাবেক এমপি সেলিম উদ্দিন বলেন, আমি সিলেট-৬ আসনের সন্তান। এই আসন ছেড়ে আমি আর কোথাও গিয়ে নির্বাচন করব না। এবার মাঠে নেমেছি, সিলেট-৬ আসন থেকে নির্বাচিত হবো ইন্শাল্লাহ।