গাজা ভূখণ্ডে ইসরাইলের অবিরাম আগ্রাসন বন্ধের দাবিতে আলতাব আলী পার্কে বিক্ষোভ

Published: 5 November 2023

পোস্ট ডেস্ক :


প্রায় চার সপ্তাহ ধরে ফিলিস্তিনের উপর চালানো ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে পূর্ব লন্ডনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত ফিলিস্তিনপন্থী কমিউনিটির লোকজন। ৪ঠা নভেম্বর, শনিবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের ফ্রি প্যালেস্টাইন স্লোগানসমেত একটি র‍্যালি পূর্ব লন্ডনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলতাব আলী পার্কে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিভিন্ন কমিউনিটির নানান ধর্ম-বর্ণের লোকজন উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার -লাইম হাউস থেকে নির্বাচিত লেবার এমপি আফসানা বেগম।

সমাবেশে কয়েকশত বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা ও সমর্থনমূলক নানা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন ভূখণ্ডকে দখল করতে ইসরাইল কয়েক দশক ধরে ফিলিস্তিনের অসহায় জনগণকে নির্বিচারে হত্যা করছে। ইসরাইল তাদের স্বার্থ চরিতার্থ করতে পশ্চিমাদের প্ররোচনায় বর্তমানে ভয়াবহ হামলা চালিয়ে নারী ও শিশুসহ এখন পর্যন্ত কয়েক হাজার ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে।