লন্ডনে বিলাস বহুল গাড়ী চুরির হিড়িক

Published: 9 November 2023

পোস্ট ডেস্ক :

যুক্তরাজ্যে গাড়ি চুরির হার অপ্রত্যাশিতভাবে বেড়েছে। তার এক চতুর্থাংশের বেশি রাজধানী লন্ডন থেকে চুরি হয়। চোরদের মূল টার্গেট টপ মডেলের প্রাইভেট কার- এর মধ্যে ফোর্ড মডেলস, ল্যান্ড রোভার, মার্সিডিজ, বিএমডব্লিউ, ভক্সহলস ইত্যাদি।
নতুন তথ্য অনুসারে, ২০২২-২০২৩ সালে সবচেয়ে বেশিসংখ্যক গাড়ি চুরি হয়েছে রাজধানী লন্ডনে। এর মধ্যে ফোর্ড মডেল ১৭%, ল্যান্ড রোভার ১১%, মার্সিডিজ ১০%, বিএমডব্লিউ ৮% এবং ভক্সহলস।
ক্লেইমস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টিং (সিএমএ) দ্বারা ড্রাইভার অ্যান্ড ভেহিকেল লাইসেন্সিং এজেন্সি (ডিভিএলএ) এর কাছে পাওয়া তথ্য অনুসারে দেখা যায় যে, ২০২২-২০২৩ সালে লন্ডনে ২৬,১১৭ টি গাড়ি চুরি হয়েছে আর পুরো যুক্তরাজ্যে মোট চুরি হয়েছে ৯৮,৭৩০টি।
অর্থাৎ প্রতি ১০০,০০০ জনসংখ্যার জাতীয় গড় হার ১৪৬.৬৩ হারে যুক্তরাজ্যে প্রায় প্রতি পাঁচ মিনিটে একটি গাড়ি চুরি হয়।
বাংলদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে ২০২৩-এ অসংখ্য দামি গাড়ি চুরি হয়েছে। এ নিয়ে স্থানীয় অনলাইন সাংবাদিকরা সংবাদ প্রচার করেছেন।
গাড়ি চুরির ক্ষেত্রে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যাদের নেটওয়ার্ক যুক্তরাজ্য থেকে শুরু করে ইউরোপের দেশগুলোতেও বিস্তৃত। চক্রগুলো আগে থেকেই গাড়ির ওপর টার্গেট করে গাড়ি কোথায় কখন পার্ক করা হয়, কি ধরনের লক ব্যবহার করা হচ্ছে, কতক্ষণ পার্কিংয়ে আছে এমন গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে সুযোগ বুঝে চুরি করে নিয়ে যায়। চুরি করা গাড়িগুলো মূলতঃ ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয়। তবে অনেকের ধারণা- ইস্টার্ন ইউরোপেই বেশি পাচার করা হয়, এক্ষেত্রে মেগা মালবাহী লরি ব্যবহার করা হয়। টপ মডেলের গাড়িগুলো চুরি করার জন্য বেশির ভাগ ক্ষেত্রে মডেল বুঝে উন্নতমানের সফটওয়্যার ব্যবহার করা হয়।
যুক্তরাজ্যের টপ ১০টি শহরের ২০২২-২০২৩ সালের চুরি হওয়া গাড়ির সংখ্যা- ঞযব গবঃ (খড়হফড়হ) ২৬,১১৭ , ডবংঃ গরফষধহফং ,১২,২২৩, এৎবধঃবৎ গধহপযবংঃবৎ ৭৪৫৩, ডবংঃ ণড়ৎশংযরৎব ৪৬২১, ঊংংবী ৩৭৭১ ,ঝড়ঁঃয ণড়ৎশংযরৎব ৩২৫৭, ঞযধসবং ঠধষষবু ২৪৬৬, কবহঃ ২২৮৬, ঐধসঢ়ংযরৎব ২০৫৬, ঝঃধভভড়ৎফংযরৎব ,১৮৯৩ ) সূত্র : ঋষববঃ ঘঊডঝ ( ইু গধঃঃ ফব চৎবু ২৯ গধৎপয ২০২৩);
তবে লিবারেল ডেমোক্র্যাটদের তথ্য অনুযায়ী, লন্ডনে চুরি হওয়া গাড়ির সংখ্যা গত বছর (২০২২) ৩০,০০০-এর উপরে।
চুরির সাথে বেশিরভাগ অপরাধই অমীমাংসিত। গত বছর ৩১০১৭ টি গাড়ি চুরির মধ্যে, ৮৭.২% গাড়ি চুরির অপরাধ মেট্রোপলিটন পুলিশ মীমাংসা করতে পারেনি। যা ইংল্যান্ড এবং ওয়েলসের যেকোনো পুলিশ বাহিনীর সর্বোচ্চ অনুপাত। ২০২৩ সালের ডিসেম্বরে আনুপাতিক হরে অনেক বেড়ে যাবে। গাড়ি চুরি রোধে লন্ডন পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।