পদত্যাগ করলেন লেবার নেতা ইমরান হুসাইন
পোস্ট ডেস্ক :
ইসরাইল-গাজা যুদ্ধে লেবার নেতা কিয়ের স্টারমারের অবস্থানের প্রতিবাদে পদত্যাগ করেছেন দলটির ছায়ামন্ত্রী ইমরান হুসাইন। বিষয়টিকে স্টারমারের ওপর একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গাজায় ইসরাইলের চলমান নৃশংসতা ইস্যুতে বিভক্ত লেবার পার্টি। ফলে দলটিকে ঐক্যবদ্ধ রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্টারমার। কিন্তু ইমরান হুসাইনের পদত্যাগ বলছে তিনি ব্যর্থ হতে চলেছেন।
স্কাই নিউজের খবরে বলা হয়, লেবার পার্টির বড় একটি অংশ ফিলিস্তিনের পক্ষ নেয়ার জন্য দলীয় নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করছে। তাদেরই একজন এই ইমরান হুসাইন। তিনি তার পদত্যাগপত্রে লিখেছেন, এখন এটি ক্রমশ স্পষ্ট হয়ে গেছে যে গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে আমার অবস্থান পুরোপুরি আপনার থেকে আলাদা। তাই আমি মনে করি, লেবার পার্টির উচিৎ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো।
ইমরান হুসাইন গত ৭ই অক্টোবর হামাসের হামলারও প্রতিবাদ করেছিলেন। তবে তিনি গাজায় ইসরাইল যা করছে তাকেও মানতে পারছেন না। তিনি এটিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, আমি যখন লিখছি তখন ১৪০০ ইসরাইলি এবং ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় হামলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মৃতের সংখ্যাও বাড়ছে।
গত আট বছর ধরে লেবার দলের ফ্রন্টবেঞ্চার ছিলেন হুসাইন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে একটি মানবিক যুদ্ধবিরতির পক্ষে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে চেয়েছিলেন তিনি। তবে এখন এটি স্পষ্ট যে আমি একা যথেষ্ট নই। এরমধ্যে এলবিসি-কে দেয়া সাক্ষাৎকারে কিয়ের স্টারমার এই যুদ্ধ নিয়ে তার যে অবস্থান ব্যাখ্যা করেছেন তা নিয়ে তিনি গভীরভাবে বিরক্ত। ওই সাক্ষাৎকারে লেবার প্রধান বলেছিলেন যে, তিনি গাজায় পানি ও বিদ্যুৎ বন্ধ করে দেয়ার ইসরাইলি সিদ্ধান্তকে সমর্থন করেন।