বিমানের ভিতর বাংলাদেশি নারীর সন্তান প্রসব!

Published: 9 November 2023

পোস্ট ডেস্ক :

সাউদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিমানের ভিতর কন্যাসন্তান প্রসব করেছেন বাংলাদেশি এক নারী। ওই বিমানটি তাবুক বিমানবন্দর থেকে জেদ্দা যাচ্ছিল। ফ্লাইট নম্বর ১৫৪৬’তে আরোহী ছিলেন বাংলাদেশি ৩০ বছর বয়সী নারী। তার প্রসব বেদনা শুরু হলে জরুরি সহায়তা দেন ফ্লাইটের অ্যাটেন্ডেন্টরা। তার দেখাশোনা করেন তারা।
জেদ্দায় বাদশা আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, তারা এয়ার ট্রাফিক টাওয়ার থেকে খবর পান যে, একজন নারী যাত্রী বিমানের ভিতর সন্তান প্রসব করেছেন। ফলে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিতে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেন তারা। বিমানবন্দরের জরুরি মেডিকেল ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় সব পূর্বসতর্কতা ও প্রস্তুতি নিতে বলা হয়। পাইলটকে বলা হয় মেডিকেল সুবিধা দেয়া যায় এমন কোনো গেটের খুব কাছে বিমান পার্ক করতে। সৌদি আরবের নারী প্যারামেডিকসহ একটি মেডিকেল টিমকে জরুরি সেবার দায়িত্ব দেয়া হয়।
তারা নিশ্চিত করেছেন যে ওই মা ও তার নবজাতক কন্যার অবস্থা স্থিতিশীল আছে। পরে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে বাদশা আবদুল্লাহ মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।