ব্রিটেনে বাড়লো ন্যাশনাল লিভিং ওয়েজ

Published: 22 November 2023

পোস্ট ডেস্ক :


ব্রিটেনের জাতীয় শ্রম মজুরি বা ন্যাশনাল লিভিং ওয়েজ বেড়েছে। এবার কর্মীরা প্রতি ঘণ্টায় পাবেন ন্যূনতম ১১.৪৪ পাউন্ড। বর্তমান প্রতি ঘণ্টার মজুরির চেয়ে ১ পাউন্ডের বেশি বাড়ানো হয়েছে। বর্তমানে শ্রমিকরা ন্যূনতম মজুরি পান ১০.৪২ পাউন্ড। নতুন স্কেল কার্যকর হবে ২০২৪ সালের এপ্রিল থেকে। তবে এই মজুরি স্কেল এবার ২১ এবং ২২ বছর বয়সী কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বর্তমানে ঘণ্টায় ১০.৪২ পাউন্ড কেবলমাত্র ২৩ বছরের ঊর্ধ্বে যে সমস্ত কর্মী আছেন তাদের জন্য। ২১ এবং ২২ বছর বয়সীরাও ১১.৪৪ পাউন্ড প্রতিঘণ্টায় পাবেন। প্রথমবারের মতো কোনো চ্যান্সেলর এর ঘোষণা দিলেন।

চ্যান্সেলর (অর্থ সচিব) জেরেমি হান্ট গত অক্টোবরে কনজারভেটিভ পার্টির কনফারেন্সে বলেছিলেন, এপ্রিলে ন্যূনতম মজুরি ১১ পাউন্ড-এর উপরে বাড়বে।
১৮-২০ বছর বয়সীদের জন্য পৃথক জাতীয় ন্যূনতম মজুরি ৭.৪৯ পাউন্ড থেকে ৮.৬০ পাউন্ড প্রতি ঘণ্টায় বৃদ্ধি পাবে। যার অর্থ উপরে-মজুরি বৃদ্ধির ফলে ২.৭ মিলিয়ন কম বেতনের কর্মী উপকৃত হবে। পাশাপাশি শিক্ষানবিশদের জন্যও জাতীয় শ্রম মজুরি বৃদ্ধি করা হয়েছে।

প্রতি ঘণ্টায় বেতন ২০% এর বেশি বৃদ্ধি পাবে, যা ৫.২৮ পাউন্ড থেকে ৬.৪০ পাউন্ড প্রতি ঘণ্টায় হবে। জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে পরিবারের বাজেট চাপা পড়ে যাওয়ার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। কম আয়ের লোকেরা উচ্চশক্তি এবং খাদ্য বিলের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বর্তমানে ব্রিটেনে জীবনযাত্রার মান উচ্চ ব্যয়ের কারণে বাজেটের উপর পড়ছে যার ফলে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে জাতীয় শ্রম মজুরি বৃদ্ধিতে বাংলাদেশি কমিউনিটিতে উচ্ছ্বাস দেখা গেছে । মজুরি বাড়ার কারণে সবাই অনেকটা চাপমুক্ত হবেন বলে আশা করছেন। বাংলাদেশি প্রতিটি পরিবারে ছোট বড় সবাই কমবেশি নিয়মিত কাজ করে। গ্লোবাল অর্থনীতির অস্থিরতার কারণে দ্রব্যমূল্য বেড়েছে তাই পরিবারের ব্যায়ও বেড়েছে । তাছাড়া যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর চাপ আরো বেড়েছে। বর্তমান দ্রব্যমূল্য ও ন্যাশনাল লিভিং ওয়েজ অসামঞ্জস্য হারে আছে। এখন ন্যাশনাল লিভিং ওয়েজ বেড়ে যাওয়ার কারণে প্রতিটি পরিবারে স্বস্তি ফিরে আসবে।