ইরানকে সুখোই-৩৫, এমআই-২৮ কপ্টার দিচ্ছে রাশিয়া, চাপে ইসরাইল

Published: 29 November 2023

পোস্ট ডেস্ক :


গাজা ভূখণ্ডে হামাস-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানকে নতুন যুদ্ধবিমান দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের সরকারের সাথে ইতিমধ্যেই এ বিষয়ে তেহরানের একটি চুক্তি সই হয়েছে বলে মস্কো জানিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইরানের বিমানবাহিনীকে সুখোই-৩৫ যুদ্ধবিমানের আধুনিক সংস্করণ সুখোই-৩৫এস দেবে রাশিয়া। সেইসাথে এমআই-২৮ যুদ্ধ হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ জেট। হামাস, হিজবুল্লাহ, হাউছিসহ ইসরাইলবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মূল পৃষ্ঠপোষক ইরানের এই শক্তিবৃদ্ধি পশ্চিম এশিয়ায় নতুন মাত্রা সৃষ্টি করতে পারে বলে সামরিক এবং কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা। বিশেষ করে ইসরাইল এতে চাপে থাকবে বলে মনে করা হচ্ছে।

ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহদি ফারাহি মঙ্গলবার বলেন, ‘রাশিয়া থেকে সুখোই-৩৫এস যুদ্ধবিমান, এমআই-২৮ যুদ্ধ হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ জেট কেনার বিষয়ে চুক্তি হয়েছে।’