সপ্তাহব্যাপী ৬৫০ কোটির রাজকীয় আয়োজন, প্যারিসের যুবতীর বিয়েতে শোরগোল

Published: 29 November 2023

পোস্ট ডেস্ক :


বিয়ে নিয়ে থাকে হাজারও স্বপ্ন থাকে। থাকে হাজারও প্ল্যানিং। বিয়ের দিন কী পরা হবে, কেমন সাজানো হবে ভেন্যু, কেমন ডেকরেশন হবে, মেনুতেই বা কী থাকবে, সেসব নিয়ে বিয়ের অনেক আগে থেকেই প্ল্যানিং সেরে রাখেন অনেকেই। সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে প্যারিসের এক বিয়ে। দেখলে মনে এযেন ঠিক স্বপ্নপুরী! আর সেই স্বপ্নপুরীতে বিয়ের আসর বসেছে যুগলের। চারদিকে দিকে যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে পরীদের দল। ভাবছেন নিশ্চয় কোনও বড়সড় তারকারই এমন বিয়ে হবে? একেবারেই নয়।

স্বপ্ন নয়, একেবারে বাস্তব। সেই বিয়ের ছবি দেখলে আপনার চোখ জুড়োতে বাধ্য। তারকা না হওয়া সত্ত্বেও নজর কেড়েছে এক যুগলের বিয়ের ব্যবস্থানা। ব্যবসায়ী ঘরের কন্যা ২৬ বছর বয়সী ম্যাডেলাইন ব্রকওয়ে। গাড়ির ডিলারশিপের ব্যবসা রয়েছে তার পরিবারের। প্যারিসে বিশাল ঘটা করে বিয়ে করলেন সেই ম্যাডেলাইন। পাত্র জ্যাকব ল্য়াগ্রোন।

এক দিন, দু’দিন নয়, সপ্তাহব্যপী চলেছে বিয়ের অনুষ্ঠান। বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠানের পাত্রী ম্যাডেলাইনের পরনে ছিল নামী পোশাকশিল্পীদের নকশা দামি পোশাক। অতিথি আপ্যায়ণে সকলের নজর কেড়েছেন। ব্যক্তিগত বিমানে করে অতিথিদের নিয়ে আসা হয়েছে বিয়ের আসরে। বিয়ের সব অনুষ্ঠানের আয়োজন করা হয় ভার্সাই প্যালেসে। অতিথিদের সুরক্ষার কথা ভেবে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা প্রাসাদ চত্বর। বিয়ের দিন অনুষ্ঠানের জন্য জনপ্রিয় মেরুন ফাইভ ব্যান্ডকে নিয়ে আসা হয়েছিল। প্রাসাদের ফুলের সজ্জা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। বাহারি দামি ফুলে ফুলে ঢেকেছে গোটা রাজপ্রাসাদ।

যুগলের বিয়ে হয় ১৮ নভেম্বর। বিয়ের খরচ জানলে মাথা ঘুরবে আপনার। এই বিয়েতে খরচ হয়েছে প্রায় ৫৯ মিলিয়ন ডলার, বাংলাদেশী মুদ্রায় ৬৫০ কোটি টাকারও বেশি। প্যারিসে বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি করে যুগল বিয়ের অনুষ্ঠানের সূচনা করেন। তারপর প্যারিসে এক রেস্তোরাঁতে খানাপিনার ব্যবস্থা করা হয় অতিথিদের। এখানেই শেষ নয়, প্যারিস ভ্রমণেরও ব্যবস্থা করা হয় অতিথিদের জন্য। বিয়ের অনুষ্ঠান বসেছিল ভার্সাই বাগানের প্রাসাদে, পিছনে আইফেল টাওয়ার পুরোপুরি স্পষ্ট। তবে এই বিয়ে দেখে অবশ্য নেটিজেনদের ভিন্ন মত। কারও এই আয়োজন দেখে তাক লেগে গিয়েছে। কারও কথায় এ যেন একেবারে ‘স্বপ্নের বিয়ে’। কারও কথায়

সম্প্রতি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে রাজকীয় এই বিয়ের একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে ফুলে ফুলে মুড়ে দেয়া প্রাসাদ। ভায়োলিন বাজাচ্ছেন শিল্পীরা। শিল্পীদের পরনেও বাহারি গাউন। আলোয় রাঙিয়ে দেয়া হয়েছে গোটা রাজপ্রসাদ। আর তারই মধ্যে দামি সাদা রঙের কাজ করা এক জামা, ব্যাগ নিয়ে হাতে নিয়ে হাসিমুখে ধরা দিচ্ছেন পাত্রী। বিবিধ খাবারের আইটেমে ছড়াছড়ি। সকলের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভ্যার্থনা জানাচ্ছেন যুগল। আলিঙ্গনও করছেন। তবে যে যাই বলুক সব মিলিয়ে এই বিয়ের ভিডিও একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে আপনার।