চ্যানেল এস পরিবারের শোক
সাংবাদিক আলহাজ্ব আশরাফ আহমেদ আর নেই
স্টাফ রিপোর্টার :
বার্মিংহাম কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ত্ব ও চ্যানেল এস এর মিডল্যান্ডস এর ব্যুরো চীফ প্রবীন সাংবাদিক এবং শাহ পরান জামে মসজিদের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ আহমেদ আজ বৃহস্পতিবার সকাল ৭.২৫ মিনিটে যুক্তাজ্যের বার্মিংহামের হার্টল্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।
আলহাজ্ব আশরাফ আহমেদ ছিলেন বার্মিংহাম কমিটির একজন নিবেদিত প্রাণ। জড়িয়ে ছিলেন প্রায় প্রতিটি কমিউনিটি সংঘঠনের সাথেই। কমিউনিটির উন্নয়নে বহুকাল ধরেই তিনি কাজ করে গেছেন। উনার এই অকাল মৃত্যুতে বার্মিংহামের প্রতিটি কমিউনিটিতে নেমেছে শোকের ছায়া। বার্মিংহাম কমিউনিটি হারিয়েছে একজন পরোপকারী কমিউনিটি সংঘঠককে।
মরহুম আলহাজ্ব আশরাফ আহমেদ যুক্তরাজ্যের বার্মিংহামের স্মলহিথের স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি (মুল্লাবাড়ী) গ্রামে ।
উল্লেখ্য, গত কয়েক মাস যাবত তিনি পারকিনসন রোগে ভুগছিলেন।
এদিকে সাংবাদিক আলহাজ্ব আশরাফ আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চ্যানেল এস’র ফাউনন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌ্স জলিল, চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, চীফ এক্সিকিউটিভ তাজ চৌধুরীসহ চ্যানেল এস পরিবার। তারা মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপণ করেছেন।