বাংলাদেশ সেন্টার লন্ডনের কমিটি অবৈধ, বিভ্রান্তিতে কান না দেয়ার আহবান মুহিবুর রহমান মুহিবের

Published: 7 December 2023

বিজ্ঞপ্তি :


বাংলাদেশ সেন্টারের কাউন্সিল অব ম্যানেজমেন্ট গঠনের নামে তামাশা ও অসংবিধানিক কমিটি গঠনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সেন্টার লন্ডনের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মুহিব ।

তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সংবাদ মাধ্যমে ও সামাজিক মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে যে, গত ৫ই ডিসেম্বর ২০২৩ই, বাংলাদেশ সেন্টারের নামে এক অবৈধ সভায় বাংলাদেশ সেন্টারের কাউন্সিল অব ম্যানেজম্যেন্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

তিনি সহ তার প্যানেলের সকল নেতারা এর নিন্দা জানিয়ে বলেন, এই সভা এবং সভার অবৈধ কার্যক্রমের সাথে বাংলাদেশ সেন্টারের কোনো সম্পর্ক নাই।

এই সভা সম্পূর্ণ অবৈধ,অসাংবিধানিক। তাদের গ্রীন এলায়েন্সের কয়েকজনের নাম অনুমতি ব্যতীত অবৈধ কমিটিতে সংযুক্ত করায় তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেন তিনি। ৫ ডিসেম্বরের সভায় গৃহীত সকল সিদ্ধান্ত ও কার্যক্রম সম্পূর্ণ রূপে অবৈধ ও অগ্রহণযোগ্য।
আগামী ১৮ই, ডিসেম্বর ২০২৩ই, গঠনতন্ত্র অনুসারে সংগঠনের চেয়ারম্যান মান্যবর হাই কমিশনার সাইদা মুনা তাসনিম সভা ডেকেছেন। উক্ত সভায় ৪৯সদস্যের উপস্থিতিতে চূড়ান্ত কমিটি গঠন করা হবে।এতে সকলকে উপস্থিত থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।