লন্ডন মহোৎসব: শীতের শুরুতে বৈশাখী উৎসবের দামামা বাজল লন্ডনে

Published: 11 December 2023

বাংলা পোস্ট প্রতিবেদন, লন্ডন

আগামী বছর ২০ ও ২১ এপ্রিলে লন্ডনে বসতে চলেছে বাংলার তারকাদের হাট। বাংলা ফিল্ম ও সঙ্গীত জগতের নক্ষত্রদের নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হতে চলেছে দু’দিনের ‘লন্ডন মহোৎসব’। তারাদের এই সমাবেশে হাজির থাকছেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, হাসির জগতের মিরাক্কেল খ্যাত মীর আফসার আলী, সুরকার জয় সরকার, গানের জগতের রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, সাহানা বাজপেয়ী, সামন্ত্যক সিনহা ও অন্যান্যরা। লন্ডনে গত শনিবার এই লন্ডন মহোৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় হ্যারোর জনপ্রিয় ইন্দো-চাইনিজ রেস্তোরাঁ হাক্কা গার্ডেনে। উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ক্যান্ডিড কমিউনিকেশন ইউকে-র কর্ণধার সায়ন্তন দাস অধিকারী, ভারতের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক দেবাশীষ দত্ত ও কলকাতার পিকাসো রেকর্ড সংস্থার প্রধান শুভম দত্ত। সায়ন্তন জানান, এই মহোৎসব শুধু তারকা বিশিষ্ট পারফরম্যান্স বহুল নয়। এই মহোৎসবে বাঙালির অতি প্রিয় বইমেলা, কলকাতা আর ঢাকার শাড়ির বাজার, সোনার দোকান এবং দুই বাংলার প্রখ্যাত কিছু খাদ্য বিপণি- সবই চেখে-দেখে-ছুঁয়ে-ঘ্রাণে অনুভব করা যাবে এই লন্ডন মহোৎসবে। বিস্তারিত বিবরণ পাওয়া যাবে www.londonmahotav.com-এ।

 

লন্ডন মহোৎসব দুদিন ধরে চলবে শহরের উত্তর পশ্চিম প্রান্তে ওয়েমব্লি অঞ্চলের সাত্যাভিস পাতিদার হলে। নতুন বছরের ২০ ও ২১ এপ্রিল। এই অনুষ্ঠান ঘিরে লন্ডনের বাঙালিদের উৎসাহ চরম। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ, এই দুই বাংলার বাঙালিকে এই অনুষ্ঠানের সঙ্গে একাত্ম করতে তুমুল আগ্রহ দেখাচ্ছেন উদ্যোক্তারা। পূর্ব লন্ডনের বাঙালিদের কাছে এই অনুষ্ঠানকে পরিচয়ের কাজটি করছেন যুক্তরাজ্যের বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রাজীব দাস। অনুষ্ঠানের সাফল্যের জন্য অফুরন্ত পরিশ্রম করছেন সঞ্চিতা ভট্টাচার্য, সুরোজয় ভৌমিক ও শুদ্ধশীল দাশগুপ্ত। ক্যান্ডিড কমিউনিকেশন ইউকে জনসংযোগ সংস্থার কর্ণধার সায়ন্তন বলেন, “বিলেতের বাঙালিরা এগিয়ে না এলে এই অনুষ্ঠান কোনওভাবেই সফল হবে না। যুক্তরাজ্যের বিভিন্ন বাঙালি সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে লন্ডনের অতি পরিচিত পুজো লন্ডন শারদোৎসবের উদ্যোক্তা বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনকে আমরা পাশে পেয়েছি। সমর্থন পেয়েছি রেডিংয়ের প্রখ্যাত কালীপুজোর উদ্যোক্তা ‘সংস্কৃতি’-র।”

 

সায়ন্তন জানিয়েছেন, এই মহোৎসবের সঙ্গে যুক্ত রয়েছে অলাভজনক সংস্থা, চেঞ্জ ইনিশিয়েটিভ। মহিলা ও শিশুদের সুরক্ষা ও উন্নয়ন সম্বলিত বহুবিধ উদ্যোগের সঙ্গে জড়িত চেঞ্জ ইনিশিয়েটিভ। বিশেষ করে পশ্চিমবঙ্গের সুন্দরবনে বাঘের হাতে নিহতদের বিধবা স্ত্রীদের উন্নতিতে কাজ করে সংস্থাটি। ইতিমধ্যেই চেঞ্জ ইনিশিয়েটিভ ভারত ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে হাত মিলিয়ে নানাবিধ উন্নয়নমূলক প্রজেক্টের সঙ্গে জড়িত ও বহু দেশি-বিদেশি সম্মানে সম্মানিত। সংস্থাটি ইউনেস্কোর সঙ্গেও বেশ কিছু কাজ ইতিমধ্যেই করেছে।

 

শনিবার লন্ডনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরঞ্জন সোম, কৌশিক চট্টোপাধ্যায়, সরিৎ বসু, সুভাষ ঘোষ (বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন), প্রবাল ও দোলন মজুমদার (সংস্কৃতি, রেডিং)। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন, সুজয় সাহা (স্যাটলিংক কমিউনিকেশন), সাংবাদিক দেবাশীষ দত্ত, শর্মিষ্ঠা দাস (মিরাজ অ্যাডভার্টাইজিং), ফিরদৌসুল হাসান (ফ্রেন্ডস কমিউনিকেশন) এবং কলকাতার পিনাকল ক্যান্ডিড কমিউনিকেশনের ডিরেক্টর স্বাতী চক্রবর্তী।