পাসপোর্ট, ভিসা ও টিকিট ছাড়াই ইউরোপ থেকে আমেরিকা!

Published: 13 December 2023

পোস্ট ডেস্ক :

এক ব্যক্তি পাসপোর্ট, ভিসা ও এয়ার টিকিট ছাড়াই ইউরোপ থেকে সশরীরে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে সকলকে হতবাক করে দিয়েছেন। এক রাশিয়ান নাগরিক ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন থেকে রহস্যজনকভাবে লস এঞ্জেলেস উড়ে এসে বিস্ময়ের জন্ম দিয়েছেন। তার নাম সের্গেই ভ্লাদিমিভিজ ওচিগাবা বলে এফবিআই জানিয়েছে। তবে কীভাবে তিনি এখানে এসে উপস্হিত হলেন এই রহস্যের কোনো কূল কিনারা হয়নি এখনো। তিনি সিকিউরিটি চেক পয়েন্টে কী করে অতিক্রম করলেন বা কীভাবে প্লেনে আরোহণ করলেন, তা কেউই বলতে পারছেন না !এমন কী ফ্লাইটের যাত্রী তালিকায় তার নামও নেই। তার ব্যাগে রাশিয়া এবং ইসরায়েলের পরিচয়পত্র পাওয়া গেছে। গত ৪ নভেম্বর এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এই যাত্রী স্ক্যান্ডিনেভিয়ান (SAS) এয়ার লাইনে বিনা টিকিটে এই দীর্ঘ যাত্রা সম্পন্ন করেন। ওসিগাবা জিজ্ঞাসাবাদে একেক সময় একেক কথা বলছে। সে কখন,কীভাবে এবং কিসের জন্য কোপেন হেগেন গিয়েছিল তাও বলতে পারছে না।

তবে ফ্লাইটে বার বার আসন পরিবর্তন ও প্রতিবারে খাবার সময়ে ডবল মিল দাবি করায় কেবিন ক্রুদের নজরে আসে।

তাকে লস এঞ্জেলেস এয়ারপোর্টে গ্রেপ্তার করা হয়। সে বর্ডার পেট্রোলকে জানায়, তার পাসপোর্ট প্লেনে রয়ে গেছে। কিন্তু ওসিগাবার নাম ফ্লাইটের পুরো সিস্টেমে খুঁজেই মেলেনি। সে কীভাবে ফ্লাইটে ঢুকলো এমন প্রশ্নে বলছে কিছুই তার মনে নেই। পরের দিন জিজ্ঞাসাবাদে জানায়, গত ৩দিন ধরে সে ঘুমায়নি। তার সাথে কী হচ্ছে- সে কিছু বুঝতে পারছে না। ওসিগাবাকে এখন ডাউন টাউন লস এ্যজ্ঞেলেস মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে। এমাসের শেষদিকে তাকে কোর্টে তোলা হবে। এফবিআই বিষয়টি তদন্ত করছে।