সৈয়দ আব্দুর রশীদ ( হাতেম ) সাহেবের ঈসালে সাওয়াব মাহফিল স্কটল্যান্ডে অনুষ্টিত
পোস্ট ডেস্ক:
মৌলভীবাজার পৌরশহরের প্রবীন মুরব্বী ও বিশিষ্ট ব্যবসায়ী মিতা স্যানিটারীর স্বত্বাধিকারী সৈয়দ আব্দুর রশীদ ( হাতেম ) সাহেবের ঈসালে সাওয়াব মাহফিল অদ্য ১০ ডিসেম্বর রোজ রবিবার আবাডিন স্কটল্যান্ডের সৈয়দ শাহ মোস্তফা জামে মসজিদে অনুষ্টিত হয়.
আবাডিন সৈয়দ শাহ মোস্তফা জামে মসজিদের প্রতিষ্টাতা আলহাজ্ব সৈয়দ ফারুক আহমদ সাহেবের সভাপতিত্বে এবং ইমাম হাফিজ মোঃ রুহুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিরাজাম মুনিরা জামে মসজিদ বার্মিংহাম এর পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ. বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অত্র মসজিদের খতিব ড. ইমাদ জুদেহ.
এছাড়া ও উপস্তিত ছিলেন আলহাজ্ব চন্দন মিয়া, নাজমুল হক চৌধুরী ( কামাল ) , আহমেদ আল হাদিতী , ছালিক মিয়া সহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ.
পরিশেষে মিলাদ শরীফ এবং দোয়ার মাধ্যমে অনুষ্টান সম্পন্ন করা হয়. বিশেষ করে মুসলিম উম্মাহর নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিন বাসীর জন্য বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়.