‘২৯শে ডিসেম্বর থেকে সারাদেশে সেনা মোতায়েন’
পোস্ট ডেস্ক :
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২৯শে ডিসেম্বর থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন থাকবে। আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
ইসির চিঠিতে বলা হয়েছে, প্রতিটি জেলা, উপজেলা ও মহানগরের বিভিন্ন ‘নোডাল পয়েন্ট’ ও সুবিধাজনক স্থানে সশস্ত্র বাহিনীর সদস্যরা অবস্থান করবে। চিঠিটি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠিয়েছে ইসি। চিঠিতে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। চিঠিতে বলা হয়েছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সশস্ত্র বাহিনীর সঙ্গে থাকবেন।