বিমানের তিন যাত্রীর কাছ থেকে ২৩ হাজার ডলার চুরি

Published: 20 December 2023

পোস্ট ডেস্ক :


ভিয়েতনাম থেকে সিঙ্গাপুরে যাওয়ার সময় সহযাত্রীদের কাছ থেকে কমপক্ষে ২৩ হাজার ডলার চুরির অভিযোগ করা হয়েছে এক বিমানযাত্রীর বিরুদ্ধে। আদালতে তাকে ঝাং সিউকিয়াং নামে উল্লেখ করা হয়েছে। তিনি ৫২ বছর বয়সী একজন চীনা নাগরিক। স্কুট পরিচালিত একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, স্কুট হলো সিঙ্গাপুর এয়ারলাইন্সের কম ভাড়ার একটি বিমান সংস্থা। বিমান সংস্থাটির মুখপাত্র সিএনএনকে বলেছেন, তারা ওই ঘটনা সম্পর্কে অবহিত। হো চি মিন সিটি থেকে ১৬ই ডিসেম্বর ফ্লাইটটি সিঙ্গাপুর যাচ্ছিল। এ সময় কেবিন ক্রুদেরকে একজন যাত্রী কেবিনের ভিতরে সন্দেহজনক চোর সম্পর্কে এলার্ট করেন। কেবিন ক্রুরা বিমানবন্দর পুলিশ ডিপার্টমেন্টকে বিষয়টিতে সতর্ক করেন। তদন্তের জন্য ওই যাত্রীকে বিমান থেকে পুলিশ ঘেরাও করে নামিয়ে নেয়।

অন্য যাত্রীদের যথারীতি নামার সুযোগ করে দেয়। সিঙ্গাপুরের সরকারি প্রচারমাধ্যম চ্যানেল নিউজএশিয়ায় চার্জশিটের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ঝাং তিনজন আলাদা আলাদা যাত্রীর কাছ থেকে অর্থ চুরি করেছেন। ওই যাত্রীদের ব্যাকপ্যাক থেকে তিনি নিয়েছেন ৩০ লাখ ভিয়েতনামী ডং, ৫১ কোটি ভিয়েতনামি ডং এবং ৫০ সিঙ্গাপুরী ডলার। তৃতীয় একজন যাত্রীর ধূসর একটি ব্যাগের একটি এনভেলপে থাকা এক হাজার ডলার এবং ৯৩০ সিঙ্গাপুরি ডলার চুরি করেছেন।