শিল্পপতি আব্দুল করিম নাজিম সিআইপি নির্বাচিত
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, চা-কর, শিল্পপতি ও বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্টজন আব্দুল করিম নাজিম বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি সরূপ সরকার শিল্প ক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসি বাংলাদেশী ক্যাটাগরিতে, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে এবং বিদেশে বাংলাদেশী পণ্যের আমদানিকারক অনিবাসি বাংলাদেশী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসি বাংলাদেশী) বা সিআইপি (এনআরবি) হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সম্প্রতি উপসচিব দীপক কুমার রায় স্বাক্ষরিত এক পত্রে আব্দুল করিম নাজিমকে সিআইপি নির্বাচিত করার তথ্য প্রকাশ করা হয়।
আব্দুল করিম নাজিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের বাসিন্দা এবং বিশিষ্ট শিল্পপতি ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ সামস উদ্দিন খান এর ভাগ্না। তিনি তাঁর পিতা যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিম ও মাতা হারিছুন নেছা, পুত্র কন্যাসহ যুক্তরাজ্যে বসবাস করে আসছেন।