রাজ্যসভার নেতা হিসেবে রাঘব চাড্ডার নাম প্রত্যাখ্যান
পোস্ট ডেস্ক :
ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় রাঘব চাড্ডাকে আম আদমি পার্টির (এএপি) অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে নিয়োগের জন্য দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। খবর এনডিটিভির।
চলতি মাসের শুরুতে ধনখড়কে রাজ্যসভায় আম আদমি পার্টির (এএপি) অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে চাড্ডাকে নিয়োগের অনুরোধ জানিয়েছিলেন কেজরিওয়াল।
জানা গেছে, কেজরিওয়ালকে লেখা চিঠিতে ধনখড় জানিয়েছেন, সংসদ আইন- ১৯৯৮ এর ওপর ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি জানান, আইনি ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এ অনুরোধ মেনে নেওয়া হচ্ছে না।
এএপি সূত্র অবশ্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, রাঘব চাড্ডাকে রাজ্যসভায় দলের নেতা হিসেবে নিযুক্ত করার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়নি। এএপি সূত্র পিটিআইকে জানিয়েছে, কিছু সংশোধন চাওয়া হয়েছিল যা সমাধান করা হবে।