লন্ডনে দক্ষিন সুরমা ইউনাটেডের মিলনমেলা অনুষ্টিত
পূর্ব লন্ডনের হার্কনেস সেন্টারে অনুষ্টিত হয়ে গেলো দক্ষিন সুরমা ইউনাটেডের মিলনমেলা। সিলেট মহানগরের দক্ষিন সুরমার ৯ টি ওয়ার্ড এবং দক্ষিন সুরমা উপজেলার ১০ টি ইউনিয়নের অনেক সম্মানিত যুক্তরাজ্য প্রবাসী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
মিলনমেলায় দক্ষিন সুরমার অনেক সমস্যা ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং জোড় দাবী তুলে ধরা হয়। যেমন –
১) বাংলাদেশ বিমানের লন্ডন – সিলেট রুটের টিকিটের দাম কমানো , এ ব্যাপারে বাংলাদেশ হাই কমিশনে স্বারকলিপি প্রদান।
২) সিলেট মহানগর দক্ষিন ঘোষনার দাবী।
৩) সিলেট সিটি কর্পোরেশনের সকল ময়লা -আবর্জনা দক্ষিন সুরমার পালপুরে ফেলা বন্ধের দাবী।
৪) গরীব ও অসহায় মানুষের জন্য কবরস্তান প্রতিষ্টা।
৫) এতিম ও গরিব ছাত্র/ছাত্রীদের সাহায্যের জন্য তহবিল গঠন সহ বিভিন্ন দাবীর কথা তুলে ধরা হয়।
জনাব আখলাকুর রহমান লুকুর সভাপতিত্বে , এডভোকেট সফিক উদ্দিন আহমদ ও কামাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন , সাবেক কাউন্সিলার জনাব খালিছুর রহমান , সিরাজ মিয়া , এনাম আহমদ , মহিউদ্দিন আলমগির ,কাজি লায়েক আহমদ , মোহাম্মদ সাদিক , মোহাম্মদ শাহজাহান , বেলাল আহমদ , আমিনুর রহমান , শাহ ইমরান , আক্তার হোসেন, সাহান চৌধুরী প্রমুখ।