বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ একটি সফল প্রবাসী দিবস পালন করে

Published: 6 January 2024
নাজির আলীর প্রতিবেদন

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এর উদ্যোগে ৩০শে ডিসেম্বর এনআরবি ডে পালন করা হয় লন্ডনের রয়েল রিজেন্সি হলে। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খান সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি অ্যাকাউন্টেন্স সৈয়দ আহবাব হোসেন ও জয়েন্ট সেক্রেটার ইঞ্জিনিয়ার জেইন মিয়া। প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাই কমিশনার সাহিদা মুন্না তাসনিম, বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টারি এমপি স্যার স্টিফেন টিম । বিশেষ অতিথি ছিলেন রেডবীজ বারা ম্যাডাম মেয়র জ্যোৎস্না ইসলাম। কমিউনিটিতে বিশেষভাবে অবদান রাখায় চারটি লাইফ টাইম অ্যাওয়ার্ড দেওয়া হয় । এরা হলেন শাহগীর বখত ফারুক, মানিক মিয়া এবং মিয়া মনিরুল আলমকে মরণাত্মক পদক দেওয়া হয়। জিল্লুর রহমান এমবিই তাকে ইয়ং বিজনেস এন্টারফেনার অ্যাওয়ার্ড দেওয়া হয়।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠা কালীন সভাপতি আশিকুর রহমান, আব্দুল বারী,শাহগীর বখত ফারুক, আহমদুস সামাদ জেপি, মহিবুর রহমান মুহিব, এমএ আজিজ, সামী সানাউল্লাহ, মঈন উদ্দিন আনসার, কাউন্সিলর ফয়জুর রহমান, পারভেজ কুরেশি, আব্দুল হালিম চৌধুরী, শাহ মনিম, মৌলানা আনিসুর রহমান, মুস্তাক বাবুল, মানিকুর রহমান গনি, জয়নাল খান, মুসলে উদ্দিন, আয়েশা চৌধুরী, সেলিনা চৌধুরী, ফয়সাল আহমেদ, আবু তারেক চৌধুরী,নুরুজ্জামান সেলিম, শামীমা মিতা, কাজী আরিফ, আবুল লেইছ, ডাঃ সৈয়দ মাসুক আহমেদ, সুমনা সুমি, কাজী আবুল কুরাইশ, নোমান বিন মালিক, দিনা হুসেন, নাজির আলী,দেলোয়ার হোসেন খান, নিজামু উদ্দিন জুলু, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ফয়েজ আহমেদ,মুনমুন কুরেশি, নজরুল আহমেদ, টিভি প্রেজেন্টার ফারহান মাসুদ, কাদের মজুমদার, শওকত ইসলাম ফরাজী, আজাদ হোসেন, হাফসা ইসলাম, তাহমিনা আক্তার,
পারভেজ আহমেদ, হেলাল খান, সাইদুর রহমান রেনু, ব্যারিস্টার আতাউর রহমান, ইসবাহ উদ্দিন, মিসবা জামাল, আতাউল্লাহ ফারুক, শামস ইসলাম, বেলালুর রহমান, জুবায়ের আহমেদ প্রমুখ।
অনেক কাউন্সিলর কমিউনিটির বিশেষ নেতৃবৃন্দ প্রায় হাজারখানেক লোকের উপস্থিতিতে এনআরবি ডেটি জাঁকচমক ভাবে কেক কেটে পালিত হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা হয়।
বাংলাদেশ সরকার প্রবাসী দিবস ঘোষণার পর এটাই সর্ব প্রথম ও বৃহত্তম অনুষ্ঠান হয়। এ দিবসটি এই দিনে বিশ্বের বাংলাদেশ দ্রুতবাস গুলো যথাযথ মর্যাদা সাথে দিন পালন করে।