৪ ঘণ্টায় ভোট পড়েছে সাড়ে ১৮ শতাংশ: ইসি

Published: 7 January 2024

বিশেষ সংবাদদাতা :


দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শীতের সকালে সারাদেশে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেচে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে সকাল ৮টা থেকে প্রথম চার ঘণ্টায় ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে।

রোববার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খান।

ব্রিফিং এ জানানো হয়, সারাদেশের ৩০০ টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে তিনটির ভোট গ্রহণ বাতিল করা হয়। এগুলোর মধ্যে একটি নরসিংদী এবং বাকি দুটি নারায়নগঞ্জের আড়াই হাজারের। আজ সকালে ৯৩ শতাংশ ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হয়।

ইসি সচিব জানান, বিভাগীয় পর্যায়ে চার ঘণ্টায় ঢাকা বিভাগে ভোট পড়েছে ১৭ শতাংশ, চট্টগ্রামে ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ, বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ, রাজশাহীতে ১৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ২০ শতাংশ ভোট পড়েছে।

এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, মুন্সিগঞ্জে যে হত্যার ঘটনা ঘটেছে সেটি ভোট কেন্দ্রের বাইরে। সেখানকার পুলিশ সুপার আমাকে জানিয়েছেন যিনি নিহত হয়েছেন তিনি একটি হত্যা মামলার আসাসি। দীর্ঘদিন বাইরে ছিলেন। এলাকায় আসলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৮ বছর মেয়াদে নির্বাচনি অ্যাপ তৈরির কাজ চলছে। মোট ব্যায় ২১ কোটি টাকা হলেও প্রথম বছরে এখন পর্যন্ত ৮ কোটি টাকা খরচ হয়েছে। তবে জার্মানি, ইউকে এবং নেদারল্যান্ড থেকে আমাতের অ্যাপসটি স্লো করে দেওয়া হয়েছে। ফলে তথ্য পেতে সমম্য হচ্ছে।