কুলাউড়ায় নাদেলের জয়

Published: 7 January 2024

কুলাউড়া সংবাদদাতা :


মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

 

স্থানীয় আওয়ামী লীগের নির্বাচনী এজেন্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী- মোট ১০৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ‘নৌকা’ প্রতীকে শফিউল আলম চৌধুরী নাদেল ৭৩৫২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকে এ কে এম সফি আহমদ সলমান পেয়েছেন ১৫১৬৮ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১০৫৭৫ ভোট।