রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল কংগ্রেস

Published: 11 January 2024

পোস্ট ডেস্ক :


ভারতের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, অধীর চৌধুরীরা। কংগ্রেসের দাবি, ‘সম্মানজনকভাবে’ রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করছেন তারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কংগ্রেস দাবি করেছে, নির্বাচনে ফায়দা লুটতে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) রাজনৈতিক প্রকল্প বানিয়ে ফেলা হয়েছে ।

 

কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের দেশের লাখ-লাখ মানুষ ভগবান রামের আরাধনা করেন। ধর্ম একেবারেই ব্যক্তিগত বিষয়। কিন্তু, অযোধ্যায় মন্দিরের বিষয়টিকে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রকল্পে পরিণত করে ফেলেছে আরএসএস এবং বিজেপি। নির্বাচনী ফায়দা লুটতে অসম্পূর্ণ রাম মন্দিরের উদ্বোধন করছেন বিজেপি এবং আরএসএস নেতারা।’

ওই বিবৃতিতে কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায় এবং ভগবান রামকে শ্রদ্ধা করা লাখ-লাখ মানুষের ভাবাবেগকে শ্রদ্ধা করে সম্মানজনকভাবে (রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার) আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী।’

বিষয়টি নিয়ে কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, ‘বেচারারা আর কোথায় যাবে? ওরা নিজেদের কথার জালে নিজেদের জালেই ফেঁসে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কেন ওদের কথায় গুরুত্ব দিচ্ছেন? ওরা যদি না যায়, তাহলে নিজেরাই অনুশোচনা করবে।’

কংগ্রেস এমন একটা দিনে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করল, যার ঠিক আগের দিনই রাম মন্দির ইস্যুতে বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

তার দাবি, রাম মন্দির নিয়ে রাজনৈতিক গিমিক করছে বিজেপি। তিনি বলেন, ‘কাল আমায় জিজ্ঞেস করছিল। রাম মন্দির নিয়ে আপনার কী বক্তব্য? যেন আমার আর কোনও কাজ নেই। একটাই কাজ।