ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায়

Published: 11 January 2024

বিশেষ সংবাদদাতা :


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটো ছিনিয়ে নিয়ে চালককে হত্যার মামলায় তিন জনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ শারমীন নিগার এই রায় প্রদান করেন। মামলায় দুজনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত৷

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ের সময় সব আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

 

মৃত্যুদন্ডাদেশ প্রাপ্তরা হলেন, জেলার বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুরের মতিন মিয়ার ছেলে মো. কবির হোসেন (২২), একই এলাকার শাহ আলম শেখের ছেলে সজিব মিয়া প্রকাশ সজিব শেখ (২৫) ও লিটন মিয়ার ছেলে মো. মনির হোসেন (২৫)। খালাস পেয়েছেন আব্দুল আওয়াল ও রুবেল নামের দুইজন আসামী।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার ছেলে অটোরিকশা চালক মো. শরীফুল ইসলামকে হত্যা করে লাশ ফেলে যায় দূর্বৃত্তরা। এ সময় তার অটোরিকশাটিও নিয়ে যায় তারা। এ ঘটনায় নিহতের পিতা এরশাদ মিয়া অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।