বার্মিংহামের সিরাজাম মুনিরায় বক্তব্য রাখবেন বিশ্ববিখ্যাত স্কলার শায়খ নিনাওয়ী
বিশেষ সংবাদদাতা:
সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টারে আগামী ১৭ জানুয়ারি বক্তব্য রাখবেন বিশ্ববিখ্যাত ইসলামি স্কলার মুহাম্মদ ইবনে ইহাহইয়া আল নিনাওয়ি।
রজব অব রাসূলুল্লাহ (সা.) প্রোগ্রামে তিনি প্রধান অতিথি হিসাবে আগমন করবেন। এতে সভাপতিত্ব করবেন সিরাজাম মুনিরার প্রিন্সিপাল শায়খ সাইয়্যিদ ফাদি জুবা ইবনে আলী।
অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। এতে নারী, পুরুষ শিশুসহ সকলের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
উল্লেখ্য, শায়খ নিনাওয়ি বিশ্বের প্রধানতম স্কলারদের মধ্যে অন্যতম। তাঁর অনলবর্ষী তত্ত্ব ও তথ্যপূর্ণ ভাষণের জন্য তিনি বিশ্বের সকলদেশে সমাদৃত।