ইউকে বার্মিংহাম লজেল্স বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদের পক্ষ থেকে শুকরানা, দোয়া এবং মিষ্টি বিতরণ করা হয়
সংবাদ বিজ্ঞপ্তি:
দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট ৫ (জকিগঞ্জ, কানাইঘাট) আসনে হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী সাহেব বিপুল ভোটে জয়ী হওয়ায় ইউকে বার্মিংহাম লজেল্স উইলষ্টীট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদের পক্ষ থেকে শুকরানা, দোয়া এবং মিষ্টি বিতরণ করা হয় ।
এতে সভাপতিত্ব করেন মসজিদের প্রেসিডেন্ট ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আলহাজ্ব আজির উদ্দিন আবদাল। পরিচালনা করেন বাংলাদেশ ইসলামিক এন্ড জামে মাসজিদের ইমাম ও খতিব , আঞ্জুমানে আল-ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল-হুমাইদী ।
এতে উপস্থিত ছিলেন মসজিদের সাবেক ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হক নোমানী, আনজুমানে আল-ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার প্রেসিডেন্ট মাওলানা বদরুল হক খান, সেক্রেটারি হাফিজ শামীম আল মামুন রুমেল, বাংলাদেশ ইসলামিক সেন্টারের শিক্ষক হাফিজ আবুল হোসেন, বাংলাদেশ ইসলামিক সেন্টারের ভাইস প্রেসিডেন্ট হাজী হারুন মিয়া,ক্যাশিয়ার হাজী তারা মিয়া, সদস্য হাজী সানুর মিয়া , হাজী সৈয়দুর রহমান, হাজী আব্দুস শহীদ , মোঃ সুলতান আলী প্রমুখ।
এতে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন , হযরত আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী সাহেব একজন দ্বীনের খাদেম এবং বীর মুজাহিদ। তিনি সকল সময় মাদরাসা শিক্ষাসহ সঠিক শিক্ষা বাস্তবায়নে বাংলাদেশে অগ্রণী ভুমিকা পালন করে আসছেন। জকিগঞ্জ এবং কানাইঘাটের জনগণ একজন যোগ্য ব্যক্তি নির্বাচিত করেছেন । অনুষ্টানে বিশেষ দোয়া করা হয় আল্লাহ যেন উনার নেক হায়াত এবং দ্বীন ইসলামের জন্য আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন ।