ফুলতলী ছাহেব কিবলাহ সারা জীবন মানুষকে আল্লাহর পথে ডেকেছেন
বিশেষ সংবাদদাতা:
হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) এর ১৬তম ইসালে সাওয়াব মাহফিল উপলক্ষ্যে সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টার, বার্মিংহাম ইউকের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ জানুয়ারি) শুক্রবার জুমার বয়ানে সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ ছাহেব কিবলার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ফুলতলী ছাহেব কিবলাহ সারা জীবন মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। মানুষের হৃদয়ে হুব্বে রাসূলের ফল্গুধারা বইয়ে দিয়েছেন। তিনি হক ও বাতিলের ফরখ করে গেছেন। মানুষ যাতে আল্লাহর প্রকৃত বান্দা হয়ে গড়ে উঠতে পারে সেই সাধনা করে গেছেন। এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের ১৫ জানুয়ারি ছাহেব বাড়িতে অনুষ্ঠিতব্য ইসালে সাওয়াব মাহফিলের দাওয়াত দেন।
প্রিন্সিপাল ও বিশ্ববিখ্যাত স্কলার শায়খ সাইয়্যিদ ফাদি জুবা ইবনে আলী বলেন, ফুলতলী ছাহেব (র.) একজন হকপন্থী বুযুর্গ ছিলেন। তিনি আহলে বায়তদের অত্যন্ত তাজিম করতেন। আল্লাহ তাঁর দরজাকে আরো বুলন্দ করুন।