সাড়ে ৩ বছর পর চূড়ান্ত ফলের আগে নিয়োগ বাতিল

Published: 16 January 2024

পোস্ট ডেস্ক :


লিখিত পরীক্ষায় অনিয়ম হয়েছে বলে চূড়ান্ত ফল প্রকাশের আগে নিয়োগ বাতিল করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

পরিবার কল্যাণ পরিদর্শিকার ১ হাজার ৮০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২০ সালের ১০ মার্চ। এসব পদে শুধু নারী প্রার্থীদের আবেদনের সুযোগ ছিল। চাকরির শর্তপূরণে অনেক বিবাহিত নারীই সন্তান নেননি।

বিজ্ঞপ্তি প্রকাশের তিন বছর পর গত ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুতরাং নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে লিখিত ও মৌখিক পরীক্ষার সাড়ে তিন বছর পর নিয়োগ বাতিল করায় অনেককেই বিপাকে পড়তে হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার কল্যাণ পরিদর্শিকার (প্রশিক্ষণার্থী) ১ হাজার ৮০টি পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০২০ সালে। নেওয়া হয় লিখিত ও মৌখিক পরীক্ষা। এরপরই চূড়ান্ত ফল প্রকাশের কথা ছিল। ফল প্রকাশের দাবিতে একাধিকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা।

এর মধ্যেই গত রোববার রাতে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে অধিদপ্তর জানিয়েছে- আবেদনকারীদের আবার লিখিত ও মৌখিক পরীক্ষায় বসতে হবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর বলেছে, লিখিত পরীক্ষায় অনিয়ম হয়েছে, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চার সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। এর ভিত্তিতেই নিয়োগপ্রক্রিয়াটি বাতিল করা হয়েছে।

এদিকে চাকরিপ্রত্যাশীরা বলছেন, হঠাৎ করে নিয়োগ বাতিল করায় অনেককেই বিপাকে পড়তে হচ্ছে। কারণ চাকরির শর্তপূরণে অনেক বিবাহিত নারীই সন্তান নেননি। যদিও পরে নিয়োগ বিজ্ঞপ্তির এই শর্ত বাতিল করা হয়।

তারা বলেন, এখন বলা হচ্ছে লিখিত পরীক্ষাতে অনিয়ম হয়েছে। যদি তা-ই হয়ে থাকে, তাহলে কেন সাড়ে ৭ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হলো?

সারা দেশে মোট ৪৬টি জেলায় এই পরীক্ষায় অংশ নেন প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী। তাদের মধ্যে ৭ হাজার ৬২১ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। গত বছরের ২২ মে শুরু হয় মৌখিক পরীক্ষা, যা শেষ হয় ১৮ জুন।

বিজ্ঞপ্তি প্রকাশের সময় এ পদের চাকরিতে নিয়োগ পাওয়ার অন্যতম শর্ত ছিল, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে জেলা সিভিল সার্জন কর্তৃক শারীরিক সুস্থতা ও অন্তঃসত্ত্বা নয় মর্মে সনদ জমা দিতে হবে। অন্তঃসত্ত্বা হলে প্রার্থীর নিয়োগ বাতিল হবে। এ নিয়ে সমালোচনার পর গত বছরের ১১ অক্টোবর শর্তটি বাতিল করে অধিদপ্তর।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গত রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

তদন্ত কমিটির প্রতিবেদন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৩ ডিসেম্বরের পর্যবেক্ষণ এবং পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী মনোনয়নসংক্রান্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন বিভাগীয় নির্বাচন কমিটির ১১ জানুয়ারির সভার মতামত/সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রক্রিয়া বাতিল করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের বিজ্ঞপ্তির আওতায় আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আবার নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানুকে একাধিকবার ফোন ও খুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।