ইউকে মিডল্যান্ডস আল ইসলাহর উদ্যোগে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

Published: 17 January 2024

আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশন ও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স বার্মিংহামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রঈসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাযুল মুহাদ্দিস, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে ঈসালে সাওয়াব মাহফিল।

গতকাল ১৫ জানুয়ারি সোমবার বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সে অনুষ্ঠিত ঈসালে সাওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল ও আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা এম এ কাদির আল হাসান।

আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দির পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মো. খুরশিদ-উল হক, স্যান্ডওয়েল আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা রফিক আহমদ, মিডল্যান্ডস আল ইসলাহর ভাইস প্রেসিডেন্ট মাওলানা রুকনুদ্দীন আহমদ , বার্মিংহাম আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা বদরুল হক খান, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান, দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা মাহবুব কামাল, মাওলানা আখতার হোসাইন জাহেদ, বার্মিংহাম গাউছিয়া জামে মাসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান, ডারলিস্টন জামে মাসজিদের ইমাম মাওলানা সালেহ আহমদ মনসুরী, বার্মিংহাম আল ইসলাহর সেক্রেটারী হাফিজ সামিম আল মামুন, সান্ডওয়েল শাখার সেক্রেটারী হাফিজ আলী হোসেন বাবুল , লেস্টার শাখার সেক্রেটারী আবু বকর মোঃ সাদ উদ্দিন , মাওলানা মোঃ আব্দুল মোনিম।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা মোঃ এমদাদ হোসাইন, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা দুলাল আহমদ , সাদ উদ্দিন, হাফিজ হোসাইন আহমদ , হাফিজ আবুল হোসাইন, মাওলানা বুরহান উদ্দিন আহমদ, মাওলানা দেলওয়ার হোসাইন, হাজী সাহাব উদ্দিন , হাফিজ হারুনুর রশিদ সাংবাদিক আব্দুল হামিদ আয়না প্রমুখ।

শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত এবং নাশিদ পরিবেশন করেন দি ব্রিটিশ মুসলিম স্কুলের ছাত্র বৃন্দ। আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ এর শানে মর্সিয়া পাঠ করেন আল ইসলাহ ওয়ালছল শাখার সেক্রেটারী ক্বারী আবুল খয়ের এবং রাসেল আহমদ ।

এদিকে হযরত ফুলতলী ছাহেব কিবলাহর ঈসালে সাওয়াব উপলক্ষে বেশকিছু কুরআন শরীফের খতম ,খতমে খাজেগান সম্পন্ন হয়। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।