সিরাজাম মুনিরা জামে মসজিদ বার্মিংহামের রজব মাস ও আল্লাহর রাসূল (সা.) শীর্ষক মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক::
হাজারো মুসল্লির উপস্থিতিতে লন্ডনের সিরাজাম মুনিরা জামে মসজিদ বার্মিংহামের “রজব মাস ও আল্লাহর রাসূল সা.” শীর্ষক মাহফিল সফল ভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) বাদ এশা সিরাজাম মুনিরা জামে মসজিদ বার্মিংহামে এই মাহফিল অনুষ্ঠিত হয়। ্ মাহফিলে সভাপতিত্ব করেন সিরাজাম মুনিরা জামে মসজিদের খতিব সায়্যিদ শায়েখ ফাদি জুবা ইবনে আলী।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মদিনা ইনস্টিটিউট আমেরিকার এর সম্মানিত খতিব দায়ী সায়্যিদ শায়েখ মুহাম্মদ ইয়াহইয়া আন নিনাওি। পরিশেষে মিলাদ এবং সকল মুসলিম উম্মাহর জন্য দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
মাহফিলে বক্তারা বলেন, হিজরি মাসগুলোর মধ্যে একটি বিশেষ ও মহিমান্বিত মাসের নাম রজব। এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে।‘রজব’ শব্দের অর্থ সম্মানিত। সুতরাং রজব মাস অত্যন্ত সম্মানিত ও ফজিলতপূর্ণ। জাহেলিয়ার যুগে আরবরা এ মাসকে অন্য মাসের তুলনায় অধিক সম্মান করতেন। এজন্য তারা এ মাসের নাম রেখেছিল ‘রজব’। ইসলাম আগমনের পর বছরের ১২ মাসের মধ্য থেকে রজবসহ ৪ মাসকে ‘আশহুরে হুরুম’ সম্মানিত মাস ঘোষণা করা হয়। রাসুল (সা.) এ মাস সম্পর্কে খুবই গুরুত্ব দিতেন। ফলে রজবের চাঁদ দেখা গেলেই তিনি কিছু বিশেষ আমল শুরু করতেন।