শাহজালাল (র.) জামে মসজিদ কভেন্ট্রিতে ফুলতলী ছাহেবের ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
বিশেষ সংবাদদাতা:
শাহজালাল জামে মসজিদ কভেন্ট্রি, ইউকের উদ্যোগে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (২০ জানুয়ারি) আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শাহজালাল জামে মসজিদের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজকর্মী আলহাজ মো. মোতাচ্ছিম আলী সিতু মিয়ার সভাপতিত্বে ও সিরাজাম মুনিরা জামে মসজিদ, বার্মিংহাম ইউকের পরিচালক আলহাজ হাফিজ সাবিবর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নূরুজ্জামান, ইমাম মাওলানা মো. বদরুল ইসলাম ও হাফিজ মাওলানা ওলিউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লামা ফলতলী ছাহেব কিবলাহ (র.) ছিলেন একজন মকবুল আল্লাহর ওলি। তিনি সারা জীবন মানুষকে কুরআন শরীফ শিক্ষা দিয়েছেন। মানুষকে আল্লাহর নিকটবর্তী করার তালিম-তরবিয়ত প্রদান করেছেন। উত্তম আদর্শ ও সৎ গুণাবলী অর্জনের জন্য তাকিদ দিয়েছেন।
উপস্থিত ছিলেন মসজিদের সেক্রেটারি আলহাজ মো. রইছ আলী, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির উপদেষ্টা আলহাজ মো. মকবুল আলী, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি, ইউকের পরিচালক আলহাজ মো. জসিম উদ্দিন, মো. রিয়াজ মিয়া, মো. হান্নান মিয়া, মাওলানা দুলাল নূর প্রমুখ।
সভাপতির বক্তব্য আলহাজ মোতাচ্ছিম আলী সিতু মিয়া বলেন, আজ থেকে প্রায় ৩০ বছর আগে হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.) ও হযরত মাওলানা নিজামুদ্দীন চৌধুরী বিশকুটি (র.) মসজিদের এই স্থান পরিদর্শন করেন ও দুরাকাত নফল নামাজ আদায় করেন। তারা এখানে একটি মসজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাদের দোয়ার বদৌলতে এই মসজিদটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি প্রতি বছর এই মসজিদে ফুলতলী ছাহেবের ইসালে সাওয়াব মাহফিল জারি রাখার জন্য উপস্থিত সকলের উদ্দেশ্যে আহবান জানান।