ইংল্যান্ডে ছুরিকাঘাতে চার দিনে পাঁচ খুন
পোস্ট ডেস্ক :
ইংল্যান্ডের বাঙালি অধ্যুষিত বার্মিংহামে মুহাম্মদ হাসাম আলী নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। শনিবার বিকেলে বার্মিংহাম শহরের কেন্দ্রে ভিক্টোরিয়া স্কোয়ারে এ ঘটনা ঘটে।
আঘাতকারীদের টার্গেট ছিল অন্য একজন কিন্তু হাসামের চেহারা টার্গেটকৃত কিশোরের মত হওয়ার কারণে ভুলক্রমে তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে মনে করছেন গোয়েন্দারা। ছুরিকাঘাতের পর মুহাম্মদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ মনে করছে হামলাটি গ্যাং-সম্পর্কিত। মুহাম্মদের হত্যাকারীকে খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু করেছে এবং তথ্যের জন্য নতুন করে আবেদন করেছে।
অন্যদিকে গত শুক্রবার নরউইচের একটি বাড়ি থেকে একই পরিবারের চার জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুই অল্প বয়সী তরুণী ও (৩৬) বছর বয়সী নারী ও তাঁর স্বামী বার্টলোমিজ কুকজিনস্কি (৪৫) রয়েছে। সোমবার হোম অফিসের কর্মকর্তারা পুরুষ ও নারীর ময়নাতদন্ত সম্পন্ন করেছেন তাতে দুজনই ছুরিকাঘাতে নিহত, বাকি দুজনের ময়নাতদন্ত চলছে তবে ধারণা করা হচ্ছে বাকি দুজনকেও ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহতদের ছবি প্রকাশ করা হয়েছে।