নিরাপত্তার কারণে পাকিস্তানের ৩ বিশ্ববিদ্যালয় বন্ধ

Published: 22 January 2024

পোস্ট ডেস্ক :


নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তিনটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্র সোমবার জিও নিউজকে এ কথা জানিয়েছে।

রোববার মধ্যরাতে ইসলামাবাদের শহরতলীতে নিরাপত্তা সংস্থাগুলো তল্লাশি অভিযান চালানোর পর বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় তিনটি হলো, বাহরিয়া, এয়ার ও ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি।

গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য বন্ধের কথা জানানো হয়। সূত্র জানায়, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, আসন্ন নির্বাচন ও প্রেসক্লাবে বেলুচ বিক্ষোভকারীদের চলমান অবস্থানের কারণে ফেডারেল রাজধানীতে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আগেরদিন কোয়েটায় এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচাকজাই ইসলামাবাদে জোরপূর্বক গুমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকারী বেলুচ বিক্ষোভকারীদের তিরস্কার করেছিলেন।

প্রাদেশিক তথ্যমন্ত্রী বলেছিলেন, বেলুচ বিক্ষোভকারীরা ভ্রান্ত উদ্দেশ্যের জন্য ইসলামাবাদে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে। এমন পরিস্থিতিতে সন্ত্রাসী ঘটনা বন্ধ করা অসম্ভব হয়ে যাবে। যারা মুখোশ পরা তারা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী সদস্যও হতে পারে।

২০২৩ সালে পাকিস্তান ৭৮৯টি সন্ত্রাসী হামলা ও সন্ত্রাসবিরোধী অভিযানে ১ হাজার ৫২৪টি সহিংসতা-সম্পর্কিত মৃত্যু ও ১ হাজার ৪৬৩ জন আহত হয়েছে।