উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকছে না

Published: 23 January 2024

বিশেষ সংবাদদাতা :


উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা দেয়া হবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাতে গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সন্ধ্যায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় জাতীয় নির্বাচনের পর্যালোচনা, উপজেলা নির্বাচন এবং দলীয় শৃঙ্খলার বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের পরই আলোচনা ছিল উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক দেবে না। কারণ জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়া নেতাদের কর্মী সমর্থকদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক দেয়া হলে তা আরো বাড়তে পারে, এমনটা মনে করা হচ্ছে।