চীনে দোকানে অগ্নিকাণ্ডে নিহত ৩৯
পোস্ট ডেস্ক :
চীনের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন।
বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় জিয়াংসি প্রদেশের জিনিউতে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টা ২৪ মিনিটে জিয়াংসির জিনিউতে একটি দোকানের নিচতলায় আগুন লাগে। রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুর্ঘটনায় ৩৯ জনের প্রাণহানি ও ৯ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়।
চীনের রাষ্ট্র সমর্থিত গ্লোবাল টাইমস ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে এবং লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়। বিবিসি অবশ্য স্বাধীনভাবে ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।
চীনা সংবাদমাধ্যম প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকটি অগ্নিনির্বাপণ গাড়ি এবং অন্যান্য গাড়ি সারিবদ্ধভাবে দোকানটির সামনে দাঁড়িয়ে আছে।
গত কয়েক দিন আগে চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে একটি স্কুলের ডরমিটরিতে আগুন লেগে ১৩ শিশু মারা যায়। পরে স্কুলের সাত কর্মীকে অবহেলার দায়ে গ্রেফতার করে পুলিশ।