ঝগড়ার জেরে স্ত্রীকে চার তলা থেকে ফেলে দিলেন স্বামী!
বিশেষ সংবাদদাতা :
ভবনের চার তলা থেকে স্ত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের গোবিন্দপুরম এলাকা এ ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম বিকাশ কুমার। তিনি ঠিকাদারের কাজ করেন। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শুক্রবার রাতে মদপান করে বাড়ি ফেরেন বিকাশ। এরপর স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্ত্রীকে চার তলার বারান্দা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন বিকাশ।
পরে নিজেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই নারীকে মৃত ঘোষণা করেন।
এদিকে হাসপাতালে মৃত স্ত্রীকে রেখে পালিয়ে যান বিকাশ। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
এসিপি অভিষেক শ্রীবাস্তব বলেন, আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। কী নিয়ে তাদের মধ্যে অশান্তি হয়েছিল, কেন স্ত্রীকে তিনি হত্যা করলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।