বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবী আব্দুল মঈন চৌধুরীর ইন্তেকাল : দেশে বিদেশে শোকের ছায়া 

Published: 10 February 2024

কে এম আবুতাহের চৌধুরী

শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাষ্টি, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবী আলহাজ্ব আব্দুল মঈন চৌধুরী (৮০) ৯ ফেব্রুয়ারি শুক্রবার জুমআর নামাজের সময় বাংলাদেশে নিজ গ্রামে সদরাবাদ মসজিদের ভেতরে ইন্তেকাল করেছেন -ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

একটি সূত্র জানায় – নবীগন্জ উপজেলার পিটুয়ার সদরাবাদ মসজিদে তিনি জুমআর নামাজ পড়তে যান । তিনি রোজা অবস্থায় ছিলেন । মসজিদে জুমআর নামাজে আগে সম্মিলিতভাবে জিকির করা অবস্থায় হৃদ রোগে আক্রান্ত হন ও ইন্তেকাল করেন ।

মরহুম আব্দুল মঈন চৌধুরী গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের জন্মলগ্নে জড়িত ছিলেন । বার্মিংহামের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন । ব্যক্তিগত জীবনে একজন অমায়িক, পরহেজগার ও সামাজিক লোক ছিলেন । তিনি শেরপুরের আজাদ বখত হাই স্কুলকে কলেজে রুপান্তরে অগ্রণী ভূমিকা, মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা ও মসজিদ মাদ্রাসায় অনেক অবদান রাখেন ।

মরহুমের নামাজের জানাজা আজ শনিবার বাদ আসর, নবীগঞ্জ, পিটুয়া গ্রামের নিজ বাড়ির মসজিদে অনুষ্ঠিত হবে।

মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন মরহুমকে বেহেশত নছিব করুন ।