মেসেজ পাঠিয়ে পদ খোয়ালেন বিচারক

Published: 19 February 2024

পোস্ট ডেস্ক :


হত্যা মামলার বিচার চলাকালীন ৫০০টিরও বেশি মেসেজ পাঠিয়ে ওকলাহোমার একজন বিচারককে তার পদ খোয়াতে হলো।

সোমবার থেকে বিশেষ আদালতে ওই বিচারকের বিচার শুরু হওয়ার কথা।

ডিস্ট্রিক্ট জজ ট্র্যাসি সোডারস্ট্রমের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলা, অফিসে সঠিক মেজাজের অভাব এবং তার অফিস তত্ত্বাবধানে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে জানা গেছে, তিনি একটি ২ বছর বয়সি শিশুর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলাকালীন নিজের আসনে বসে শত শত মেসেজ পাঠাচ্ছিলেন। যার মধ্যে এমন বার্তাও ছিল, যা প্রসিকিউটরদের কাছে নিছক উপহাস বলে মনে হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে দেওয়া পদত্যাগপত্রে সোডারস্ট্রম বলেছেন, আমি ন্যায্য এবং দক্ষ পদ্ধতিতে সংবিধান অক্ষুণ্ন রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি বিশ্বাস করি, আমি তাই করেছি। যাই হোক, এ অভিযোগ শুনে আমিও হতবাক হয়েছি।

ওকলাহোমা সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জন কেন ফোর একটি তদন্তের পরে সোডারস্ট্রমকে অপসারণের সুপারিশ করেছেন, তিনি প্রসিকিউটরদের উপহাস করেছেন। শুধু তাই নয়, শিশু হত্যাকাণ্ডের বিচারের সময় প্রসিকিউটরের মূল সাক্ষীকে মিথ্যাবাদী বলেছেন।

সিকিউরিটি ভিডিওতেও দেখা গেছে, গুরুত্বপূর্ণ শুনানি চলাকালীন ফোনে ব্যস্ত ছিলেন বিচারক।