হাতে শিরা না পাওয়ায় আটকে গেল মৃত্যুদণ্ড!

Published: 29 February 2024

পোস্ট ডেস্ক :


হাতে শিরা না পাওয়ায় আটকে গেল আসামির মৃত্যুদণ্ড। চিকিৎসক দল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শিরা খুঁজে না পাওয়ায় স্থগিত করা হয় দণ্ড।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের আইডাহোর কারাগারে এমন ঘটনা ঘটে।

প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের মাধ্যমে দোষী সাব্যস্ত ওই সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ ছিল। একটি মেডিকেল টিম ওই ইনজেকশন তার শিরায় ঢোকাতে ব্যর্থ হয়।

৭৩ বছর বয়সি থমাস ক্রিচকে এক ঘণ্টাব্যাপী মৃত্যুদণ্ডের চেম্বারের একটি টেবিলে আটকে রাখা হয়। প্রাণঘাতী ওষুধ প্রয়োগের জন্য একটি আইভি লাইন স্থাপনের জন্য বারবার চেষ্টা করা হয়, জানান কারা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা। খবর এনডিটিভির।

আইডাহো ডিপার্টমেন্ট অব কারেকশনস (আইডিওসি) পরিচালক জোশ টেওয়াল্ট বলেন, ক্রিচের বাহু ও পায়ে আইভি লাইন স্থাপনের আটটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর মৃত্যুদণ্ড স্থগিত করা হয়।

রাজধানী বোইসের দক্ষিণে আইডাহো ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশনে সাংবাদিকদের টেওয়াল্ট বলেন, ‘এ মুহুর্তে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা নেই আমাদের। আমরা সামনের দিনগুলোতে এ বিষয়ে আলোচনা করব।’

স্থানীয় গণমাধ্যম কেটিভিবি টেলিভিশন স্টেশনের একজন প্রতিবেদক ব্রেন্ডা রদ্রিগেজ বলেন, ক্রিচ কোনো সময়েই প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন বলে মনে হয়নি। যদিও তিনি চিকিৎসাকর্মীদের একপর্যায়ে বলেছিলেন যে, তার পায়ে কিছুটা ব্যথা হয়েছে।

তবে শেষের দিকে যখন মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করা হয়েছিল, তখন তিনি শুধু ওপরের দিকে তাকাচ্ছিলেন।