মংডুর কাছে গোলাগুলি-বিষ্ফোরণ, আতঙ্কে সীমান্তের বাসিন্দা
পোস্ট ডেস্ক :
মিয়ানমারে রাখাইন রাজ্যের জেলা শহর মংডুর আশপাশের কয়েকটি গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দে এপারে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, পৌরশহর ও সাবরাং কেঁপে উঠছে। এতে সীমান্তের কাছাকাছি বাসিন্দারা অনেক আতঙ্কের মধ্যে আছেন। আর আতঙ্কে নির্ঘুম রাত কাটান এসব এলাকার অন্তত ১২ হাজার মানুষ।
শনিবার সকাল ৬টা থেকে উপজেলার হোয়াইক্যংয়ের ও হ্নীলা ইউনিয়নের পার্শ্ববর্তী মিয়ানমার এলাকায় থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন সীমান্ত এলাকায় বাসিন্দারা। এসময় মিয়ানমারের অভ্যন্তরে আগুনের কালো ধোঁয়াও দেখেছেন তারা।
সীমান্তের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিন গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নতুন করে শুরু হয় গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ। তবে বৃহস্পতি ও শুক্রবার রাতে লড়াইয়ের তীব্রতা আগের তুলনায় বেশি অনুভূত হয়েছে। বিমান হামলা বাড়ানোর পাশাপাশি আকাশ থেকে ছোড়া মর্টার শেলের বিকট শব্দও ঘনঘন কানে বাজছে।