ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়লো

Published: 3 March 2024

পোস্ট ডেস্ক :


শ্রম আইনের মামলায় নোবেলজয়ী ড. ইউনূসহ ৪ আসামিকে জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। তবে জামিনের মেয়াদ কতদিন তা পরে জানানো হবে বলে জানিয়েছেন বিচারক। পরবর্তী শুনানির দিন ১৬ই এপ্রিল ধার্য করা হয়েছে। রোববার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন।

এদিকে জামিনপরবর্তী ড. ইউনূস সাংবাদিকদের বলেন, আইনের প্রক্রিয়া চলমান থাকুক। ন্যায় বিচার পাবো এটাই আশাকরি। যে সময়টা অন্য কাজ করতে পারতাম, সে সময়ে মামলা নিয়ে দৌড়াতে হচ্ছে।