লোহিত সাগরে ডুবল হুথি হামলায় যুক্তরাজ্যের জাহাজ
পোস্ট ডেস্ক :
লোহিত সাগরে ডুবেছে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলায় ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ রুবিমার। শনিবার ইয়েমেনের সরকার এ ঘোষণা দিয়েছে। জানিয়েছে, ব্রিটিশ জাহাজ রুবিমার ‘আবহাওয়া ও শক্তিশালী বাতাসের কারণে’ লোহিত সাগরে ডুবে গেছে। খবর আনাদোলু এজেন্সির।
ইয়েমেন সরকারের গঠিত রুবিমার কার্গো জাহাজের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা শুক্রবার সন্ধ্যায় এমভি রুবিমার জাহাজটি ডুবে যাওয়ার ঘোষণা করছি। ‘
জাহাজটি ডুবে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে দেশটির সরকার। এটি ইয়েমেনের আঞ্চলিক পানি ও লোহিত সাগরে পরিবেশগত বিপর্যয়ের কারণ হবে বলে উল্লেখ করেছে তারা।
তবে জাহাজটির ডুবে যাওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর কোনো সাড়া দেয়নি।
ব্রিটিশ জাহাজ রুবিমার গত ১৮ ফেব্রুয়ারি হুথিদের হামলার শিকার হয়েছিল। জাহাজটিতে ছিল প্রচুর পরিমাণে অ্যামোনিয়া ও তেল।
গত নভেম্বর থেকে হুথি বিদ্রোহীরা লোহিত ও কৃষ্ণসাগরে ইসরাইল এবং পশ্চিমা মালিকানাধীন জাহাজে হামলা শুরু করে। গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে তারা।