প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব নাসির আহমেদ আর নেই

Published: 4 March 2024

 

শোক সংবাদ

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান ও বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান ট্রাস্টি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পেট্রন যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির অত্যন্ত প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব নাসির আহমেদ বাংলাদেশ মঙ্গলবার ভোর রাত চার ঘটিকায় ঢাকার ইউনিভার্সিটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন – মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।  তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব নাসির আহমেদ ১৯২৭ সালের ৩ জানুয়ারি সিলেটের ওসমানীনগর উপজেলার সারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ষাটের দশক থেকে যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করছেন।

এমনকী এই ৯৭ বছর বয়সে কমিউনিটির কাজের জন্য তিনি বাংলাদেশ যান মাত্র কয়েক সপ্তাহ আগে। প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের স্বীকৃতি আদায়ের জন্য তিনি সরকারের উঁচ্চ পর্যায়ের নের্তৃবৃন্দের সাথে বৈঠক করতে চেয়েছিলেন। সে লক্ষে ঢাকা যাবার পথে কয়েকদিন আগে তিনি হার্ট এ্যাটাক করেন। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর আজ তিনি চলে যান না ফেরার দেশে। কমিউনিটির উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।