মস্কোতে হামলার আগে রাশিয়াকে সতর্ক করেছিল ইরান
পোস্ট ডেস্ক :
মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনার আগে রাশিয়াকে সতর্ক করেছিল ইরান। সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। কনসার্টে গান করার কথা ছিল রাশিয়ার রক ব্যান্ড ‘পিকনিক’র। তবে গান শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে কয়েকজন সশস্ত্র ব্যক্তি থিয়েটারে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এরপর তারা হলে আগুন ধরিয়ে দেয়।
সবশেষ তথ্যানুযায়ী, এ হামলায় অন্তত ১৪৪ জন নিহত ও ১৮২ জন আহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ায় হামলার কয়েকদিন আগে তেহরান দেশটির অভ্যন্তরে একটি সম্ভাব্য বড় সন্ত্রাসী হামলার তথ্য মস্কোকে জানিয়েছিল। কিছুদিন আগে ইরানে হওয়া এক ভয়াবহ বোমা হামলার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদের সময় এ তথ্য জানা গিয়েছিল।
চলতি বছরের জানুয়ারি মাসে আইএসআইএস (খোরাসান) এর কমান্ডারসহ ৩৫ জনকে গ্রেফতার করে ইরান। তারা জানুয়ারির ৩ তারিখে কেরমান শহরের জোড়া বোমা হামলার সঙ্গে জড়িত ছিল। ওই হামলায় প্রায় ১০০ মানুষ নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে আইএস।
এর আগে যুক্তরাষ্ট্রও দাবি করেছিল, তারা ক্রোকাস সিটি হলে হামলার বিষয়ে মস্কোকে সতর্ক করেছিল। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন জানিয়েছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মস্কোকে আগেই এ হামলার বিষয়ে জানিয়েছিল।
যুক্তরাষ্ট্র রাশিয়াকে জানায়, মস্কোয় বড় ধরনের জনসমাগম বা কনসার্টের মতো সমাবেশে হামলার ঘটনা ঘটতে পারে।