বিশ্বের সর্বকনিষ্ঠ ধনী কে এই লিভিয়া

Published: 5 April 2024

পোস্ট ডেস্ক :


ফোর্বস বিলিয়নেয়ার লিস্ট ২০২৪ অনুসারে ১৯ বছর বয়সি ব্রাজিলিয়ান ছাত্রী লিভিয়া ভয়ট বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার হিসেবে স্থান পেয়েছেন। তিনি ইতালীয় কিশোর ক্লেমেন্তে দেল ভেচিওর কাছ থেকে সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার খেতাব কেড়ে নিয়েছেন। ক্লেমেন্তে লিভিয়ার থেকে মাত্র দুই মাসের বড়।

লিভিয়া ভয়টের পরিচয়

লিভিয়া ভয়েট লাতিন আমেরিকার বৃহত্তম বৈদ্যুতিক মোটর প্রস্তুতকারক কোম্পানি ডব্লিউইজি-এর একজন শেয়ারহোল্ডার। এই কোম্পানি তার দাদা ওয়ার্নার রিকার্ডো ভয়ট সহ-প্রতিষ্ঠা করেছিলেন।

লিভিয়া ভয়ট বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এখনও কোম্পানির বোর্ডের অংশ নন তিনি। তার সম্পদের নেট মূল্য ১.১ বিলিয়ন ডলার।

লিভিয়ার বড় বোন ডোরা ভয়ট ডি অ্যাসিস এ বছরের ফোর্বস বিলিয়নেয়ারদের তালিকায় ২৫ জন সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ারদের মধ্যে একজন। তার বয়স ২৬ বছর। তিনি ২০২০ সালে আর্কিটেকচার ডিগ্রি অর্জন করেন।