গাজায় ভুল করছেন নেতানিয়াহু: বাইডেন

Published: 10 April 2024

পোস্ট ডেস্ক :


গাজায় ভুল করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটা মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি তিনি(নেতানিয়াহু) গাজায় ভুল করছেন। তার এ প্রবণতার সঙ্গে আমি একমত নই। আগামী ৬ থেকে ৮ সপ্তাহ গাজায় খাদ্য ও ওষুধের পরিপূর্ণ সরবরাহ থাকা উচিত। এর আগে তিনি ইসরাইলকে সতর্ক করেছেন। বলেছেন, গাজায় অধিক খাদ্য ও ওষুধ সরবরাহের ওপর নির্ভর করবে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন। তবে গাজায় ত্রাণ তৎপরতা অনুমোদন দিচ্ছে না ইসরাইল। যুদ্ধবিরতি নিয়ে একের পর এক বৈঠক আসছে, যাচ্ছে। কিন্তু কোন সমাধান হচ্ছে না।

এসব নিয়ে বুধবার বাইডেনের সাক্ষাৎকার নেয় যুক্তরাষ্ট্রে স্প্যানিশ ভাষার নেটওয়ার্ক ইউনিভিশন। গাজায় হাইওয়েতে কিভাবে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়িতে হামলা হয়, তা নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইসরাইলের ডিফেন্স ফোর্স বলছে তারা এর তদন্ত করছে। কিন্তু ততদিনে অনেক পানি গড়িয়ে গেছে।