স্বাধীনতার পর ১০টি দেশের সঙ্গে ১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ

Published: 19 April 2024

পোস্ট ডেস্ক :


স্বাধীনতার পর থেকে ১০টি দেশের সঙ্গে ১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এছাড়া ১০টি দেশের সঙ্গে ২৭টি চুক্তি নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত ‘প্রতিরক্ষা কূটনীতি’ সেমিনারে বিসের রিসার্চ ফেলো এএসএম তারেক হাসান শিমুল এ তথ্য জানান।

আর্মড ফোর্সেস ডিভিশনের সূত্র উদ্ধৃত করে তিনি জানান, চীনের সঙ্গে একটি, ফ্রান্সের সঙ্গে দুটি, ভারতের সঙ্গে পাঁচটি, জাপানের সঙ্গে একটি, কুয়েতের সঙ্গে একটি, কাতারের সঙ্গে দুটি, রাশিয়ার সঙ্গে দুটি, সৌদি আরবের সঙ্গে একটি, তুরস্কের সঙ্গে তিনটি এবং যুক্তরাজ্যের সঙ্গে একটি প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

এছাড়া অস্ট্রেলিয়ার সঙ্গে একটি, চীনের সঙ্গে দুটি, ফ্রান্সের সঙ্গে একটি, ভারতের সঙ্গে ছয়টি, জাপানের সঙ্গে একটি, রাশিয়ার সঙ্গে পাঁচটি, সৌদি আরবের সঙ্গে তিনটি, তুরস্কের সঙ্গে তিনটি, যুক্তরাজ্যের সঙ্গে দুটি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটি প্রতিরক্ষা সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করছে বাংলাদেশ।

রিসার্চ ফেলো তারেক হাসান জানান, বাংলাদেশের ফোর্সেস গোল ২০৩০ তে প্রতিরক্ষা আধুনিকীকরণ, প্রতিরক্ষা সামগ্রীর বহুমুখিকরণ ও প্রযুক্তি হস্তান্তর, এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার কথা বলা হয়েছে।