ভোট কারচুপির অভিযোগ মমতার

Published: 2 May 2024

পোস্ট ডেস্ক :


ভারতের লোকসভা নির্বাচনে ছয় দফার মধ্যে ইতোমধ্যে দুদফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে বুধবার ভোট কারচুপির অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রধান এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

দুদফায় ভোটগ্রহণে কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ করে মমতা বলেছেন, যেদিন প্রথম দফা ও দ্বিতীয় দফার নির্বাচন শেষ হলো, সেদিন কমিশনের সূত্র ধরে সব মিডিয়া লিখেছে, কোথায় কত শতাংশ ভোট পড়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন বিজেপির ভোট শতাংশ বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেছেন, ১৯ লাখ ইভিএম মেশিন পাওয়া যাচ্ছে না। আমি নির্বাচন কমিশনকে বলব, বিজেপির কমিশন হয়ে লাভ নেই। ভারতের জনগণ কমিশনকে নিরপেক্ষ হিসাবে দেখতে চায়।