যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ
পোস্ট ডেস্ক :
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদ আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কিন্তু তাদের সাথে পাল্টা প্রতিবাদবিক্ষোভকারীদের বুধবার দিবাগত সংঘর্ষ হয়েছে। বিশেষ করে লস অ্যানজেলেসে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে কয়েক ডজন পুলিশ মোতায়েন করে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের প্রতিবাদে সেখানে কয়েক সপ্তাহ ধরে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। কিন্তু বুধবার রাতে তাদের ওপর হামলা চালায় বিরোধী পক্ষ। এক পর্যায়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সবাইকে সরিয়ে দেয়। তারপর থেকে ক্যাম্পাসে পুলিশের কয়েক ডজন গাড়ি প্রহরা দিচ্ছিল। প্রতিবাদ বিক্ষোভের মূল কেন্দ্র নিউ ইয়র্ক সিটিতে কলাম্বিয়া ইউনিভার্সিটি। সেখানে বিক্ষোভ বন্ধ করতে মঙ্গলবার দিনের শেষে প্রবেশ করে পুলিশ।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে অভিজাত দুটি বিশ্ববিদ্যালয়ে হেলমেট পরা পুলিশ দেখে কিছু শিক্ষার্থী হতাশা প্রকাশ করেন। ইউসিএলএ’র ছাত্র মার্ক টোরে (২২) বলেন, আমার মনে হয় না ক্যাম্পাসে ভারি পুলিশ উপস্থিতি থাকা উচিত। কিন্তু দিনের পর দিন পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ক্যাম্পাস নিরাপত্তার জন্য তা প্রয়োজন। নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটি এবং কলাম্বিয়া থেকে প্রতিবাদকারীদের রাতারাতি পুলিশ সরিয়ে দেয়ার পর শিক্ষার্থীরা একে বাজে ও আগ্রাসী কৌশল হিসেবে বর্ণনা করেছেন। নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী বলেছেন, আমাদেরকে অপদস্ত করা হয়েছে। নিষ্ঠুরভাবে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তি দেয়ার আগে ৬ ঘন্টা আটকে রাখা হয়েছে। সবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।