গাজা পুনর্গঠনে ৮০ বছর সময় লাগতে পারে: জাতিসংঘ

Published: 2 May 2024

পোস্ট ডেস্ক :


আগের ধারায় যদি যুদ্ধ চলে তাহলে গাজা উপত্যকাকে পুনর্গঠন কাজ আগামী শতাব্দীতে চলে যেতে পারে। এতে প্রয়োজন হতে পারে ৮০ বছর। বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলেছে জাতিসংঘ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে বলছে, প্রায় সাত মাস ধরে গাজায় বোমা হামলার ফলে সেখানে শত শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। আকাশচুম্বী ভবনগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে।

ফিলিস্তিনের হিসাবে দেখানো হয়েছে, ৭ই অক্টোবরের পর থেকে গাজায় কমপক্ষে ৮০ হাজার বাড়িঘর ধ্বংস করে দেয়া হয়েছে। ইসরাইলের হামলায় নিহত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। এই মূল্যায়ন প্রকাশ করেছে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি।

তাতে বলা হয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোকে পুরোপুরি দাঁড় করাতে প্রায় ৮০ বছর সময় লাগবে। যদি ২০২১ সালের সংকটের চেয়ে ৫ গুন বেশি গতিতে নির্মাণ সরঞ্জাম সরবরাহ দেয়া হয়, তাহলে এই কাজ ২০৪০ সালের মধ্যে হতে পারে।