রাশিয়ায় দুই মার্কিন নাগরিক গ্রেফতার

Published: 9 May 2024

পোস্ট ডেস্ক :


দুটি ভিন্ন ফৌজদারি মামলায় এক সেনা সদস্যসহ দুই মার্কিন নাগরিককে গ্রেফতারের কথা জানিয়েছে রাশিয়া।

সোমবার মার্কিন সেনা সদস্যকে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকের একটি আদালত চুরির অভিযোগে কারাদণ্ড দেয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে৷

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ মামলায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগ নেই৷

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ায় ফৌজদারি মামলাগুলো ভিন্ন কূটনৈতিক মাত্রা পেয়েছে৷ তালিকায় রয়েছে মাদক মামলায় আটক বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে বন্দি বিনিময়ে মুক্তি দেওয়া ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গারশকোভিচের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা৷

আরআইএ সংবাদ সংস্থার তথ্য অনুসারে, গ্রেফতার হওয়া মার্কিন সেনা সদস্যের নাম গর্ডন ব্ল্যাক৷ আরআইএ জানিয়েছে, তাকে কমপক্ষে ২ জুলাই পর্যন্ত আটক রাখা হবে৷

সোমবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও আটকের বিষয়টি নিশ্চিত করে৷ তবে তারা গ্রেফতার হওয়া সেনা সদস্যের পরিচয় নিশ্চিত করতে পারেনি৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, গ্রেফতার হওয়া সেনা সদস্য দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন৷

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্লাদিভোস্টকের শাখা জানিয়েছে, ৩২ বছর বয়সি এক রুশ নারী ৩৪ বছর বয়সি সন্দেহভাজন মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করেন৷ তাদের দুজনের দক্ষিণ কোরিয়ায় দেখা হয়েছিল৷

পরবর্তীতে মার্কিন নাগরিক তার সঙ্গে দেখা করতে ভ্লাদিভোস্টকে যান৷ দুজনের মধ্যে এক পর্যায়ে তর্ক হয় ও পরে সেই নারী পুলিশে অর্থ চুরির অভিযোগ করেন৷ বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কিনে স্থানীয় একটি হোটেলে অবস্থানকালে মার্কিন ওই নাগরিককে গ্রেফতার করা হয়৷

ভিন্ন এক ঘটনায় মঙ্গলবার মস্কোর আদালত জানায়, উইলিয়াম রাসেল নাইকাম নামে এক অ্যামেরিকান নাগরিককে নৈরাজ্যের অভিযোগে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে৷